নৈহাটির ভোটার তালিকায় পাকিস্তানি নাগরিক, SIR এর আগে তোলপাড়
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সেই আবহেই ফের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিল এক চাঞ্চল্যকর অভিযোগ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছেন, নৈহাটির ভোটার তালিকায় এক পাকিস্তানি নাগরিকের নাম উঠেছে!
অর্জুন সিংয়ের অভিযোগ, নৈহাটি বিধানসভার অন্তর্গত এ টি ঘোষ লেনের বাসিন্দা সালেয়া খাতুন আসলে পাকিস্তানের করাচির অধিবাসী। তিনি বলেন, “ইনি পাকিস্তানের নাগরিক। করাচি থেকে এখানে এসেছেন। ওর মেয়েরও পাকিস্তানের পাসপোর্ট রয়েছে। কিন্তু বাংলায় এসেই ভারতীয় হয়ে গিয়েছেন ভারতীয়।”
বিজেপি নেতার দাবি, সালেয়া খাতুন বিদেশি নাগরিক হয়েও স্থানীয় ভোটার তালিকায় নাম তুলেছেন এবং সরকারি সুযোগ-সুবিধাও পাচ্ছেন। বিষয়টি জানার পরই অর্জুন সিং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র দফতরের কাছে অভিযোগ জানান। তিনি সংশ্লিষ্ট দফতরগুলিকে সালেয়ার পাকিস্তানি নাগরিক হওয়ার নথিও ই-মেইলে পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
অর্জুন সিংয়ের কথায়, “এটা দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে পুশব্যাক করা উচিত। এই ধরনের নাগরিকদের নাম ভোটার তালিকায় ওঠা অত্যন্ত বিপজ্জনক।”
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই নৈহাটি ও ব্যারাকপুর মহলে তীব্র আলোড়ন। স্থানীয় প্রশাসন এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেনি, তবে রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচন ঘনিয়ে আসার সময় এই অভিযোগ নতুন করে উত্তাপ বাড়াবে বঙ্গ রাজনীতিতে।


