Monday, November 17, 2025
Latestদেশ

৩ দিনের ভারত সফরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্য

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্য আজ বৃহস্পতিবার ৩ দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর পদে বসার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। এই সফরকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিদেশ মন্ত্রকের (MEA) তরফে জানানো হয়েছে, সফরকালে হরিণী অমরসূর্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়।

প্রধানমন্ত্রী আমারাসুরিয়া এই সফরের আগে তিন দিনের জন্য চিনে অবস্থান করেছিলেন। ভারত সফর শুরুর আগে তিনি বলেন, “এটাই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম সরকারি ভারত সফর। ভারত ও শ্রীলঙ্কা ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধে গভীরভাবে যুক্ত। এই সফরের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও সুদৃঢ় করার সুযোগ পাব বলে আমি আশাবাদী।”

হিন্দু কলেজের প্রাক্তন ছাত্রী

উল্লেখ্য, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিন্দু কলেজের প্রাক্তন ছাত্রী। এই সফরে তিনি হিন্দু কলেজেও যাবেন।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আমারাসুরিয়ার এই সফর ভারত-শ্রীলঙ্কার দীর্ঘদিনের উচ্চস্তরের বিনিময়ের ধারাকে অব্যাহত রাখবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বহুমাত্রিক করবে।

এছাড়া ভারতের “মহাসাগর ভিশন” এবং “প্রতিবেশী রাষ্ট্র প্রথম” নীতির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় সহযোগিতা জোরদারের ক্ষেত্রেও এই সফরকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতা

শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী আমারাসুরিয়া সফরকালে আইআইটি দিল্লি ও নীতি আয়োগ (NITI Aayog) পরিদর্শন করবেন। শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিকগুলো অন্বেষণ করাই তাঁর উদ্দেশ্য।

তিনি ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট’-এ বক্তৃতা দেবেন এবং ব্যবসায়িক নেতাদের সঙ্গে এক বৈঠকেও অংশ নেবেন, যাতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

হরিণীর এই সফর দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক আস্থার নতুন অধ্যায় রচনার ইঙ্গিত দিচ্ছে।