Thursday, December 12, 2024
দেশ

আহত পাইলটের ছবি প্রকাশ করে অভব্যতা পাকিস্তানের, কড়া প্রতিক্রিয়া ভারতের

নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন ভারতামানকে নিজেদের হেফাজতে রেখেছে পাকিস্তান। যাঁকে ছাড়াতে ইতিমধ্যে পাকিস্তানকে বার্তা দেওয়া ছাড়াও কূটনৈতিক স্তরে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে ভারত।

আহত উইং কম্যান্ডারের ছবি ও ভিডিও প্রকাশ করে পাকিস্তান। যেভাবে আহত কম্যান্ডারের ভিডিও করে তা জনসমক্ষে এনেছে পাকিস্তান তার কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাতে উইং কম্যান্ডার অভিনন্দনের কোনও ক্ষতি না হয়। তাঁকে অক্ষত অবস্থায় অবিলম্বে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছে ভারত।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোররাতে ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আরও ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে পাক ভূখণ্ডের বালাকোটে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পরই দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।