প্রবল চাপে পড়ে হাফিজ সাঈদের জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ করল পাকিস্তান
ইসলামাবাদ: প্রবল চাপের মুখে পড়ে হাফিজ সাঈদ ও তার নেতৃত্বাধীন সংগঠন জামাত-উদ-দাওয়াকে বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। ২০০৮ মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সাঈদদ। একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত হয়েছে হাফিজের চ্যারিটি ফালাহ-এ-ইনসানিয়ত।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে এদিন জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ছিল। তবে হাফিজ সাঈদ ও তাঁর সংগঠন জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ করলেও পুলওয়ামা ঘটনার মূল চক্রী মৌলানা মাসুদ আজহারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি ইমরান খানের সরকার। এমনকি এদিন জাতীয় নিরাপত্তার পরিষদের বৈঠকে তাকে নিয়ে কোনও আলোচনাও পর্যন্ত হয়নি।
Alert: #Pak bans Mumbai attack mastermind #HafizSaeed-led JuD, Falah-e-Insaniat Foundation: Pak Interior Ministry
— The Tribune (@thetribunechd) 21 February 2019
উল্লেখ্য, মুম্বাই হামলার পর থেকেই হাফিজ সাঈদ এবং জামাত-উদ-দাওয়ার বিভিন্ন জঙ্গি কার্যকলাপের প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ভারত। তবুও তাদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ। মুম্বাই হামলার ১০ বছর পর হঠাৎ করে পাকিস্তানের এই অবস্থানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। অভিযোগ, ভারত ও আন্তর্জাতিক মহলের প্রবল চাপে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে।