‘পাকিস্তান মুর্দাবাদ’ বলে চিৎকার করলেই লেগ পিসে ১০ টাকা ছাড়
রায়পুর: পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলায় সিআরপিএফ জওয়ানদের শহিদ হওয়ার পর থেকেই রাগে ফুঁসছে গোটা দেশ। পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের আশ্রয়দাতা পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারতীয়রা। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করার এক অভিনব পথ বেছে নিলেন এক ব্যবসায়ী।
ছত্তিশগড়ের বাস্তার জেলার জগদলপুরে এক খাবারের দোকানে গত কয়েক দিন ধরে মিলছে আকর্ষণীয় অফার। দোকানের সামনে গিয়ে এক বার চিৎকার করে বলতে হবে ‘পাকিস্তান মুর্দাবাদ’। তাহলেই চিকেনের প্রতিটি লেগ পিসে মিলবে ১০টাকা ছাড়। পুলওয়ামায় হামলার পর থেকেই শুরু হয়েছে এই বিশেষ অফার বলে সংবাদসংস্থাকে জানিয়েছেন দোকানের মালিক অঞ্জল সিং।
Chhattisgarh: A food stall owner in Jagdalpur is offering a discount of ₹10 on chicken leg piece to customers who say ‘Pakistan Murdabad’. Anjal Singh, stall owner says,”Pak never valued humanity&they never will.That’s why everyone should say Pakistan Murdabad from their hearts” pic.twitter.com/ugEN8N5L5E
— ANI (@ANI) 21 February 2019
সংবাদসংস্থাকে অঞ্জল সিং বলেন,‘পাকিস্তান কোনওদিনই মানবিকতার মূল্য দেবে না। তাই প্রত্যেকেরই অন্তর থেকে বলা উচিৎ ‘পাকিস্তান মুর্দাবাদ’।
মুম্বাইয়ের খারগড় নামের একটি রেস্তোরাঁতেও পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়। ‘পাকিস্তান মুর্দাবাদ’ বলে চিৎকার করলে মোট বিলের উপর পাবেন ১০ শতাংশ ছাড়।