পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষ: ক্যাপ্টেনসহ নিহত ১১
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি তৎপরতা অব্যাহত রয়েছে। সম্প্রতি প্রদেশটির ইসমাইল খান জেলায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর এক ক্যাপ্টেনসহ ১১ জন। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, নিহত হয়েছেন ১০ জঙ্গি।
অভিযান ও সংঘর্ষ
পাক বাহিনীর মিডিয়া শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ইসমাইল খান জেলায় সেনা অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জঙ্গিরা পাক সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে দুই পক্ষে তীব্র গুলিবিনিময় হয়। এ সংঘর্ষেই ক্যাপ্টেন হাসনাইন আখতার নিহত হন।
ক্যাপ্টেন হাসনাইন আখতারকে একজন সাহসী এবং নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে উল্লেখ করে পাক সেনাবাহিনী জানায়, তিনি সামনে থেকে তার সৈন্যদের নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশরক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।
বিপুল অস্ত্র উদ্ধার
সংঘর্ষস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাক সেনাবাহিনীর দাবি, নিহত জঙ্গিরা দেশের নিরাপত্তা বাহিনীর ওপর অসংখ্য হামলা চালিয়েছে এবং নিরীহ অসামরিক নাগরিকদের নিশানা করেছে।
জঙ্গিমুক্ত এলাকা অভিযান
পাক সেনাবাহিনী জানিয়েছে, এলাকাটিকে জঙ্গিমুক্ত করতে টানা অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এমন যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে তারা।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক
খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সরকার ও সেনাবাহিনী যৌথভাবে এলাকাটিকে শান্তিপূর্ণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সীমান্তবর্তী এলাকাগুলোতে জঙ্গি কার্যকলাপ
বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণে আরও কৌশলী পদক্ষেপ নেওয়া জরুরি। নিরাপত্তা বাহিনীর উপর বারবার হামলা প্রমাণ করে যে, অঞ্চলটিতে সন্ত্রাস দমনে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন।