Wednesday, April 23, 2025
Latestদেশ

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ মুখ্যমন্ত্রী নীতিশের বিরুদ্ধে, প্রকাশ্যে ভিডিও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুললেন তেজস্বী যাদব। ভিডিও শেয়ার করে তিনি এই দাবি করেছেন। ভিডিওতে দেখা যায়, জাতীয় সঙ্গীত চলাকালীন মুখ্যমন্ত্রী হাসছেন, পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং ক্যামেরার সামনে হাতজোড় করে নমস্কার করছেন। এরপরেই প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মানসিক অবস্থা নিয়ে। 

ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

জাতীয় সঙ্গীত চলাকালীন বিহারের মুখ্যমন্ত্রীর এহেন আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। রাষ্ট্রীয় জনতা দল তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন। লালুপ্রসাদ যাদব বলেন, “জাতীয় সঙ্গীতের অবমাননা ভারত সহ্য করবে না।” এছাড়াও প্রাক্তন উপমুখ্য মন্ত্রীও বলেন এই অবমাননা মেনে নেয়া যায় না। 

বারণ করা সত্ত্বেও কথা বলতে, হাসতে থাকেন মুখ্যমন্ত্রী 


ব্যাকগ্রাউন্ডে জাতীয় সঙ্গীত আর একদিকে নীতিশ কুমার তার পাশে থাকা অফিসারের সঙ্গে কথা বলছেন। মুখ্যমন্ত্রীকে বারণ করা সত্ত্বেও তিনি কথা বলতে, হাসতে থাকেন এবং সামনে উপস্থিত থাকাদের উদ্দেশ্যে হাত জোর করেন। 

কংগ্রেসও অভিযোগ তুলেছে

এদিকে বিহার কংগ্রেসও ভিডিওটি শেয়ার করেছে। নীতিশ কুমারের বিরুদ্ধে তারাও জাতীয় সঙ্গীতের অসম্মান করার অভিযোগ তুলেছে।