Wednesday, October 9, 2024
আন্তর্জাতিক

ভারতের কোনও মন্দিরে ঘন্টা বাজবে না: রশিদ আহমেদ

ইসলামাবাদ: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বাকযুদ্ধ অব্যাহত রয়েছে দু’দেশের শীর্ষ নেতাদের মধ্যে। এর মাঝেই বুধবার পাকিস্তানের এক মন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, পাকিস্তানকে শত্রুর চোখ দিয়ে যদি কেউ দেখার চেষ্টা করে তাহলে সেই চোখ উপড়ে ফেলা হবে।

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানকে শত্রুর চোখ দিয়ে দেখলে সেই চোখ তুলে ফেলা হবে। তখন পাখিরাও ডাকবে না, কোনও মন্দিরে ঘণ্টাও বাজবে না।

রেডিও পাকিস্তান নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে রশিদের এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। একজন মন্ত্রীর মুখে এরকম ভাষা শুনে অনেকেরই প্রশ্ন, অশান্তির এই আবহে সন্ত্রাসবাদীদের মতো কথা বলছেন পাকিস্তানের মন্ত্রী।

এর আগে, পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহতের ঘটনায় পাকিস্তানের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বরং হুমকির সুরে ইমরান বলেন, ভারত আক্রমণ চালালে পাকিস্তান পাল্টা প্রতিশোধ নেবে।