Thursday, December 12, 2024
দেশ

শ্রদ্ধা জানাতে শহিদ জওয়ানদের নামে পিঠে ৭১ ট্যাটু করালেন যুবক

বিকানের: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই শহিদ জওয়ানদের উদ্দেশে বিভিন্ন উপায়ে শ্রদ্ধা প্রদর্শন করছে গোটা দেশবাসী। কিন্তু জওয়ানদের সম্মানে রাজস্থানের বিকানেরের যুবক যা করলেন তা সত্যিই অবাক করার মতো। পিঠ চিতিয়ে ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন গোপাল সাহরান।

বিকানেরের ভগৎ সিং ইয়ুথ ব্রিগেডের সদস্য গোপাল সাহরান বিভিন্ন সময়ে শহিদ হওয়া ৭১  জওয়ানের নাম ও তার পাশে রয়েছে একটি রাইফেলের ওপর জওয়ানদের হেলমেটের ট্যাটু। সাহরান জানান, শহিদ জওয়ানদের নামের ট্যাটু করানোর পেছনে কারণ রয়েছে। এর ফলে শহিদদের নাম ভুলে যাবে না কেউ। সবাই মনে না রাখলেও তিনি ও তার পারিপার্শ্বিক লোকজন নাম ভুলবে না।

ইতোমধ্যেই গোপালের ট্যাটু করানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে। গোপালের এই অভিনব শ্রদ্ধাকে কুর্ণিশও জানিয়েছেন সবাই।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালায় জইশ জঙ্গিরা। আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদের ভিডিও প্রকাশ করে ঘটনার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ। এখনও পর্যন্ত ভয়াবহ এই হামলায় ৪৯ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন। তাঁদের নামও রয়েছে ওই ট্যাটুর তালিকায়।