Tuesday, November 5, 2024
খেলা

শুধু ক্রিকেট নয়, পাকিস্তানের সঙ্গে কোনও ধরণের সম্পর্ক রাখাই উচিত নয়: সৌরভ

কলকাতা: পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে গোটা ভারত জুড়ে। এর ঝাঁজ এসে লেগেছে ক্রিকেটেও। পাকিস্তানকে ক্রিকেট থেকে বয়কটের আহ্বান জানাচ্ছেন একের পর এক ক্রিকেট তারকারা। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তাঁর মতে, শুধু ক্রিকেট, ফুটবল বা হকি নয়। পাকিস্তানের সঙ্গে কোনও ধরণের সম্পর্কই রাখা উচিত নয়।

সৌরভ বলেন, ভারতকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করা আইসিসি’র পক্ষে অসম্ভব। আর টুর্নামেন্টে একটা ম্যাচ না খেললে ভারতের কোনও অসুবিধে হবে না। বুধবার সৌরভের গলায় উঠে এসেছে হরভজন, সহবাগদের সুর।

বিশ্বকাপে পাক বয়কট প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলী বলেন, ভারতীয় বোর্ডকে দেখতে হবে আইসিসি’র উপর কিভাবে চাপ বাড়ানো যায়। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, কড়া বার্তাই দেওয়া উচিত।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি বয়কটের দাবি জোরালো হওয়ার প্রেক্ষিতে সৌরভ গাঙ্গুলী বলেন, বিশ্বকাপে ১০ দল খেলবে। প্রতিটি দল প্রত্যেকের মোকাবেলা করবে। আমি মনে করি, একটা ম্যাচ যদি ভারত না খেলে তাতে তেমন কোনও ক্ষতি হবে না।