Tuesday, November 12, 2024
আন্তর্জাতিক

আফগান সেনার অভিযানে খতম ৬০ তালেবান জঙ্গি

কাবুল: গত ২৪ ঘণ্টায় ৬০ তালেবান জঙ্গিকে খতম করল আফগান সেনার বিশেষ বাহিনী। দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা তালিবান জঙ্গিদের খতম করার লক্ষ্যে অভিযান চালান আফগান স্পেশ্যাল ফোর্সের সদস্যরা। জঙ্গি ঘাঁটিগুলোতে বিমান হামলাও চালানো হয়। অভিযানে ৬০ তালেবান জঙ্গিকে খতম করা হয়েছে।

আফগানিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশটির পশ্চিমে অবস্থিত ওয়ারদক প্রদেশের লোগার ও সায়দাবাদ জেলার বারাকি বারাক ও ছারখা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জন তালিবান জঙ্গিকে খতম করা হয়েছে।

এছাড়াও আফগান সেনা সামানগামের হাইওয়েতে অভিযান চালায়। এই অভিযানে ৪ জন জঙ্গি খতম হয়েছে এবং জখম অবস্থায় আটক করা হয়েছে আরও তিন জঙ্গিকে।

হেলমন্দ প্রদেশের নাওজাদ ও মুসা আলহ জেলায় ১২ জন ও উরুজগান প্রদেশের তারিঙ্ক শহরে খতম হয় ১২ জন। তালিবানদের একটি রেডিও এবং প্রচুর আইইডি ধ্বংস টাওয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে।