Tuesday, March 25, 2025
রাজ্য​

পশ্চিমবঙ্গে মোট ৭ দফায় ভোট, কবে, কোথায় ? জানুন

কলকাতা: রবিবার বিকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। ১১ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। ২৩ মে নির্বাচনের ফল ঘোষণা হবে।

গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে ভোট হবে সাত দফায়। লোকসভায় রাজ্যে এই প্রথমবার ৭ দফায় ভোট হতে চলেছে। এক নজরে দেখে নিন কবে রাজ্যের ক’টি আসনে ভোটগ্রহণ–

১১ এপ্রিল: প্রথম দফায় রাজ্যের ২টি আসনে ভোটগ্রহণ।

১৮ এপ্রিল: দ্বিতীয় দফায় রাজ্যের ৩টি আসনে ভোটগ্রহণ।

২৩ এপ্রিল: তৃতীয় দফায় রাজ্যের ৫টি আসনে ভোটগ্রহণ।

২৯ এপ্রিল: চতুর্থ দফায় রাজ্যের ৮টি আসনে ভোটগ্রহণ।

৬ মে: পঞ্চম দফায় রাজ্যের ৭টি আসনে ভোটগ্রহণ।

১২ মে: ষষ্ঠ দফায় রাজ্যের ৮টি আসনে ভোটগ্রহণ।

১৯ মে: সপ্তম দফায় পশ্চিমবঙ্গের ৯ আসনে ভোটগ্রহণ।

একনজরে রাজ্যের ভোটের নির্ঘন্ট–

১১ এপ্রিল ভোট কোচবিহার, আলিপুরদুয়ারে।

১৮ এপ্রিল জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জে ভোট।

২৩ এপ্রিল মালদহ উঃ ও দঃ, বালুরঘাটে ভোট।

২৩ এপ্রিল জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট।

২৯ এপ্রিল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাটে ভোট।

২৯ এপ্রিল বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুরে ভোট।

২৯ এপ্রিল ভোট আসানসোল, বোলপুর, বীরভূমে ভোট।

৬ মে ভোট বনগাঁ, বারাকপুর, হাওড়ায়।

৬ মে ভোট উলুবেড়িয়া, শ্রীরামপুরে।

৬ মে ভোট হুগলি ও আরামবাগেও।

১২ মে ভোট তমলুক, কাঁথি, ঘাটালে।

১২ মে ভোট ঝাড়গ্রাম, মেদিনীপুরে।

১২ মে ভোট পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে।

১৯ মে ভোট দমদম, বারাসত, বসিরহাটে।

১৯ মে ভোট জয়নগর, মথুরাপুরে।

১৯ মে ভোট ডায়মন্ড হারবার, যাদবপুরে।

১৯ মে ভোট কলকাতা উত্তর ও দক্ষিণে।

২৩ মে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে।