Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

বিধিনিষেধ উপেক্ষা করে বকরি ঈদে নামাজ পড়ায় চিনে গ্রেফতার ১৭০ উইঘুর মুসলিম

বেইজিং: চিনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ আগেও সামনে এসেছে। চিনা প্রশাসন বন্দীশিবিরগুলোয় লাখ লাখ উইঘুরকে আটকে রেখেছে। বন্দীদের ওপর নির্যাতন, জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানো এবং যৌন নির্যাতনের অভিযোগ বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে।

যদিও চিন এগুলোকে ‘সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত পুনঃশিক্ষণ কেন্দ্র’ হিসেবে বর্ণনা করে থাকে।

এবার বকরি ঈদের দিনে নামাজ পড়ার অপরাধে ১৭০ জন উইঘুর মুসলিমকে গ্রেফতার করার অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। চিনা প্রশাসন বকরি ঈদের দিন ৫০ বছরের বেশি বয়সী উইঘুর মুসলিমদের নামাজ পড়ার অনুমতি দিয়েছিল। নামাজ পড়ার জন্য কয়েকটি মসজিদও খোলার অনুমতি দেওয়া হয়।

তবে চিনা প্রশাসনের আদেশ অমান্য করে ৫০ বছরের কম বয়সী মুসলিমরাও মসজিদে গিয়ে নামাজ পড়েছিল। চিনা প্রশাসন এই ঘটনায় মোট ১৭০ জন উইঘুর মুসলিমকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, চিনের জিনজিয়াং প্রদেশে ১০ লাখ উইঘুর নারী-পুরুষ বন্দীশিবিরে রয়েছে। সরকারিভাবে দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য জিনজিয়াং প্রদেশে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ও ইন্টারনেট সংযোগে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। মুসলিমদের ধর্মীয় রীতিনীতি পালনে নানারকম বাঁধা নিষেধ রয়েছে।