Saturday, July 27, 2024
কলকাতা

পড়ুয়াদের বিক্ষোভের কাছে নতিস্বীকার করল সরকার, উচ্চমাধ্যমিকে পাশ ১০০ শতাংশ

কলকাতা: করোনার জেরে এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হয়। মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ হলেও উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ হয়। পরীক্ষা না দিয়েও অকৃতকার্য হওয়ায় বিক্ষোভে নামে পড়ুয়ারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়াদের বিক্ষোভের খবর আসে। কোথাও রাস্তা অবরোধ করে, কোথাও আবার স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের তালা বন্ধ করে রেখে অবরোধ করে তারা। অবশেষে পড়ুয়াদের কাছে নতিস্বীকার করল সরকার। উচ্চমাধ্যমিকে শতভাগ পাশ করিয়ে দেওয়া হল।

গত ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়। তাতে দেখা যায় পাশের হার ৯৭.৬৯ শতাংশ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন ফেল করা পড়ুয়ারা। রাজ্যের একাধিক জায়গায় স্কুলের সম্পত্তি ভাঙুচর, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা, কোথাও আবার স্কুল ঘেরাও করে পড়ুয়ারা। এই পরিস্থিতিতে  সংসদের সভাপতি মহুয়া দাসকে তলব করে নবান্ন। সেই বৈঠকে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং শিক্ষাসচিব মণীশ জৈন। বৈঠকে অকৃতকার্যদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার আর্জি জানান তাঁরা। তারপরেই ১০০ শতাংশ পাশ করিয়ে দিল সংসদ।