Thursday, June 13, 2024
দেশ

ডিজিটাল লেনদেনে আরও গতি আনতে ই–রুপি চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজলভ্য করে তুলতে সোমবার ই–রুপি (e-RUPI) পেমেন্ট ব্যবস্থা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে করে ডিজিটাল পেমেন্টে উপকৃত হবেন অনেকেই। ই–রুপি পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে আপনি কোনও কার্ড, নেট ব্যাঙ্কিং ছাড়াই লেনদেন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ই-রুপি হল এক ধরনের ই-ভাউচার, যা মোবাইলের থেকেই দেখা যাবে। কোনওরকম ডেবিট কার্ড, ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াই ই-রুপি ব্যবস্থা চালু করা যাবে।

এটি পরিষেবা দানকারীর সঙ্গে পরিষেবা গৃহীতার মধ্যে সম্পর্ক স্থাপন করে। ক্যাশলেস এবং কন্টাক্টলেস পেমেন্ট করা যাবে। কিউআর কোড (QR code) এবং এসএমএসের মাধ্যমে হবে আর্থিক লেনদেন। পুরো পেমেন্ট ব্যবস্থাই ই-রুপির মাধ্যমে করা যাবে। কোনওরকম মধ্যস্থতাকারী ছাড়াই পরিষেবা দানকারীকে পেমেন্ট করা সম্ভব হবে। জনকল্যাণমূলক পরিষেবা দান করার ক্ষেত্রেও এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

ওষুধ সরবরাহ, বেসরকারি প্রতিষ্ঠানও ই-রুপি ব্যবস্থা চালু করতে পারে। তাঁদের কর্মীদের সুবিধার্থে বা সামাজিক দায়দায়িত্ব পালনের জন্য ই-রুপিকে ব্যবহার করতে পারে তাঁরা।