Wednesday, May 8, 2024
শিক্ষাঙ্গন

অস্কার ওয়াইল্ডের ৫টি উক্তি পালটে দিতে পারে আপনার জীবনধারা

অস্কার ওয়াইল্ড ১৮৫৪ সালের ১৬ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। তিনি একজন নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি। তিনি অনেকগুলো ছোট গল্পও রচনা করেছেন। এছাড়া তিনি ছিলেন ফ্রিম্যাসন্স সোসাইটির সদস্য। ভিক্টোরিয়ান যুগের লন্ডন শহরে তিনি অন্যতম সফল নাট্যকার হিসেবে পরিচিত হন। তিনি তার চাতুর্যময় নাট্যরচনার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তবে এক বিখ্যাত বিচারের রায়ের ফলে তার সাফল্যের পরিসমাপ্তি ঘটে এবং তাকে বড় মাপের অশ্লীলতা এবং সমকামিতার দায়ে কারাদন্ড দেয়া হয়। তিনি ফ্রান্সের প্যারিস শহরে মৃত্যুবরণ করেন।

অস্কার ওয়াইল্ড

তাঁর লেখা, অসামান্য বৈদগ্ধ্যের জন্য তিনি বিখ্যাত হয়েছেন। তাঁর জীবন-চর্চা ও নানা স্বভাবের জন্য মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্য না হলেও সাহিত্যকর্মের জন্য সব সময়ই সমাদৃত হয়ে এসেছেন। জীবনে তিনি অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। অপমানে, বঞ্চনায় কেটেছে তাঁর অন্তিম কয়েক দিন। জীবনকে খুব কাছে থেকে তিনি দেখেছেন।

জীবন সম্পর্কিত তাঁর কয়েকটি বিখ্যাত উক্তি:

১. জীবনের নিগূঢ় সত্যটি হচেছ, কখনও এমন কোনও আবেগকে প্রশ্রয় না দেওয়া যা অশোভন।

২. নিরাশাবাদী মানুষের কাছ থেকে ধার করাই সবচেয়ে উত্তম কারণ তারা টাকা ফিরে পাওয়ার আশা করেনা।

৩. একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

৪. সব সময় শত্রুদের ক্ষমা করে দাও। আর কিছুই তাদের এর চেয়ে বেশি অস্বস্তিতে ফেলবে না।

৫. তুমি তোমার মত হও, সবাই যে যার মত হয়ে গেছে।