Sunday, September 15, 2024
দেশ

সুকমায় IED বিস্ফোরণে নিহত এক DRG জওয়ান

রায়পুর: ছত্তিশগড়ের সুকমায় IED বিস্ফোরণে নিহত এক DRG জওয়ান। ঘটনায় আহত হয়েছেন আরও দুই জওয়ান। ২০ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার ঠিক দু’দিন আগে রবিবার IED ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। সুকমার এসপি অভিষেক মীনা জানিয়েছেন, বিস্ফোরণের সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।

রায়পুর থেকে ৫০০ কিমি দূরে সুকমার ভেজ্জি এবং এলারমাদাগু গ্রামে পেট্রোলিংয়ের সময় এই বিস্ফোরণ হয়। অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল কররাম দারা গুরুতরভাবে আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। বাকি দু’জনকে রায়পুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, কঠোর নিরাপত্তার মধ্যে গত ১২ নভেম্বর ছত্তিশগড়ে বিধানসভার নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রাজ্যের ৯০ টি আসনের মধ্যে প্রথম দফায় মাওবাদী অধ্যুষিত আটটি জেলার ১৮ টি আসনে ভোট গ্রহণ হয়েছে। তফসিল অনুযায়ী বাকি ৭২ আসনের ভোট হবে আগামী ২০ নভেম্বর।