Tuesday, April 23, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 21 আগস্ট

ফিরে দেখা 21 আগস্ট।

1613- বাংলার শাসনকর্তা ইসলাম খাঁন মৃত্যুবরণ করেন।

1613- বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ মৃত্যুবরণ করেন।

ঈশা খাঁ

1770- জেমস কুক আনুষ্ঠানিকভাবে পূর্ব অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেন। নাম রাখা হয় নিউ সাউথ ওয়েলস।

জেমস কুক

1911- লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ চুরি হয়।

লিওনার্দ দা ভিঞ্চি

1988- উত্তর ও পূর্ব ভারত এবং নেপালে সংঘটিত ভূমিকম্পে ৯০০ জন নিহত হন।