Friday, April 26, 2024
দেশ

আগামী বছর থেকে অনলাইনে হবে IIT প্রবেশিকা পরীক্ষা

চেন্নাই: ২০১৮ সাল থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বা আইআইটির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে অনলাইনে।জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷ বোর্ডের তরফে জানানো হয়েছে, অনলাইন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়ে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে।

জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের চেয়ারম্যান ভাস্কর রামমূর্তি বলেন, ‘‘২০১৮ থেকে জেইই অ্যাডভান্সড পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার পরই IIT পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই পরীক্ষা পদ্ধতি বিষয়ে যথাসময়ে পরবর্তী তথ্য জানিয়ে দেওয়া হবে।’’

জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের এক সদস্য বলেন, পরীক্ষাকেন্দ্রে যাতায়াত এবং মূল্যায়নের সুবিধার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।