ইতিহাসের আয়নায় 08 নভেম্বর
ইতিহাসে 08 নভেম্বর
1674- কবি জন মিলটন মৃত্যুবরণ করেন।

1895- উইলহেম রনজেন এক্স-রে আবিষ্কার করেন।

1933- আফগানিস্তানের রাজা মোহাম্মদ নাদির শাহ আততায়ীর হাতে নিহত হন।

1942- দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ এবং আমেরিকান সৈন্যের অবতরণ।
1984- ন্যান্সি ডেভিস রিগ্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

1987- কলকাতায় চতুর্থ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে পরাজিত করে ।
1997- চলচ্চিত্রকার মমতাজ আলী মৃত্যুবরণ করেন।