Thursday, April 25, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 05 অক্টোবর

আজ বিশ্ব শিক্ষক দিবস

1789- ফরাসি বিপ্লবের সূচনা।

1796- ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা।

1805- ব্রিটিশ ভারতের গভর্ণর লর্ড কর্নওয়ালিস মৃত্যুবরণ করেন।

লর্ড কর্নওয়ালিস

1829- মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি চেস্টার এ. আর্থার জন্মগ্রহন করেন।

চেস্টার এ. আর্থার

1910- তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষনা।

1914- জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু।

1940- সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার বব কাউপার জন্মগ্রহন করেন।

বব কাউপার

1983- বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জন্মগ্রহন করেন।

মাশরাফি বিন মুর্তজা

2004- নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবন-পদার্থবিজ্ঞানী মরিস উইলকিন্স মৃত্যুবরণ করেন।

মরিস উইলকিন্স

2011- অ্যাপল ইন কর্পোরেশনের স্থাপক ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস মৃত্যুবরণ করেন।

স্টিভ জবস