Friday, April 26, 2024
আন্তর্জাতিক

বিশ্বে শিশু শ্রমিক

১৯ সেপ্টেম্বর ২০১৭ আন্তজার্তিক শ্রম সংস্থা (International Labour Organization), আন্তজার্তিক অভিবাসন সংস্থা (International Organization for Migration) এবং ওয়াক ফ্রি ফাউন্ডেশন যৌথভাবে Global Estimates of Child Labour প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী:-

  • বিশ্বে ৫ থেকে ১৭ বছরের মধ্যে শিশু শ্রমিকের সংখ্যা ১৫,১৬,২২,০০০ জন।
  • ৫ থেকে ১৪ বছরের মধ্যে শিশু শ্রমিকের সংখ্যা ১১,৪৪,৭২,০০০ জন।
  • ১৫ থেকে ১৭ বছরের মধ্যে শিশু শ্রমিকের সংখ্যা ৩,৭১,৪৯,০০০ জন।
  • বিশ্বের প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন শিশুশ্রমের সাথে জড়িত।
  • বিশ্বে সবচেয়ে বেশি শিশু শ্রমিক রয়েছে আফ্রিকা মহাদেশে; ৭,২১,১৩,০০০ জন।

খাত ভিত্তিক শিশু শ্রমিক

কৃষিখাতে ১০,৭৫,৪৩,০০০ জন ৭০.৯%

শিল্পখাতে ২,৬০,৭২,০০০ জন ১৭.২%

সেবাখাতে ১,৮০,০৭,০০০ জন ১১.৯%

মোট ১৫,১৬,২২,০০০ জন ১০০%

অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, ভারতেও শিশু শ্রমিকের সংখ্যা অনেক বেশি৷ আদমশুমারি অনুযায়ী, ভারতে শিশু শ্রমিকের সংখ্যা ৬ কোটি থেকে ১২ কোটি৷ তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। এসব শিশু শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে। ভারতের মোট শিশুর মধ্যে প্রতি ১১ জনের মধ্যে একজন শিশুশ্রমের সাথে জড়িত। এদের মধ্যে ছেলেশিশুরা সবচেয়ে বেশি সংখ্যায় নিয়োজিত রয়েছে ঝুঁকিপূর্ণ শ্রমে। প্রতিদিন ১০ থেকে ১৫ ঘণ্টা কাজের বিনিময়ে মজুরির পরিমান অত্যন্ত নগণ্য। তাছাড়া শিশুশ্রমে নিযুক্ত প্রতি ৫ জন শিশুর মধ্যে মাত্র একজন শিশু তার পারিশ্রমিক পায়।