Friday, March 29, 2024
দেশ

মাদ্রাসাতে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

লখনউ: উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে এবার থেকে বাধ্যতামূলকভাবে গাইতে হবে জাতীয় সঙ্গীত নির্দেশ এলাহবাদ হাইকোর্টের।

স্বাধীনতা দিবসের আগে যোগী সরকার রাজ্যের মাদ্রাসা শিক্ষা পরিষদকে বিজ্ঞপ্তি দিয়েছিল, ১৫ আগস্ট রাজ্যের সব মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে ও জাতীয় সঙ্গীত গাইতে হবে। প্রমাণ হিসেবে পুরো ঘটনার ভিডিও করে বা ছবি তুলে রাখার নির্দেশও দিয়েছিল ‌যোগী সরকার।

যোগী সরকারের এই নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের করা আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জারি করা বিজ্ঞপ্তির নির্দেশ বহাল রেখে বুধবার এই নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশে এবার থেকে বাধ্যতামূলকভাবে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাইতে হবে।

প্রসঙ্গত, বর্তমানে উত্তর প্রদেশে মাদ্রাসা শিক্ষা পরিষদের অন্তর্ভুক্ত ৮,০০০ মাদ্রাসা রয়েছে ৷ এর মধ্যে ৫৬০টি সম্পূর্ণ সরকারি সাহায্যপ্রাপ্ত ৷