ইতিহাসের আয়নায় ০৪ আগস্ট
1060- ফ্রান্সের রাজা প্রথম হেনরির মৃত্যুবরণ করেন।

1885- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়।

1914- জার্মানি বেলজিয়াম দখল করে।
1928- কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমীর আলীর মৃত্যুবরণ করেন।

1929- গায়ক ও অভিনেতা কিশোর কুমারের জন্মগ্রহণ করেন।

1935- ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট রাজকীয় অনুমোদন লাভ।
1948- পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী মিলেভা মেরিক মৃত্যুবরণ করেন।

1956- সুইডেনের প্রধানমন্ত্রী ইয়ন্ ফ্রেদ্রিক রাইনফেল্ৎ এর জন্মগ্রহন করেন।

1961- মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ এবং সাবেক রাষ্ট্রপ্রধান বারাক ওবামা জন্মগ্রহন করেন।
