Friday, April 19, 2024
Latestসম্পাদকীয়

কন্যা সন্তান জন্মদানের জন্যে পুরুষই দায়ী

পুরুষতান্ত্রিক আমাদের এই সমাজ ব্যবস্থায় কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্যে নারীকেই দোষ দেওয়া হয়। কিন্তু সন্তান মেয়ে হোক কিংবা ছেলে হোক দোষ পুরুষের, নারীর নয়।
মানুষের দেহকোষে 46 টি ক্রোমোজোম থাকে যার 44 টি অটোজম ও 2 টি যৌন ক্রোমোজোম। মহিলাদের যৌন ক্রোমোজোম দুটি ‘XX’ এবং পুরুষের ‘XY’।
পুরুষদের 50% শুক্রানুতে ‘X’ ও 50% শুক্রানুতে ‘Y’ যৌন ক্রোমোজোম থাকে এবং মহিলাদের সকল ডিম্বানুতে কেবলমাত্র ‘X’ ক্রোমোজোম থাকে।
মানব সন্তানের লিঙ্গ নির্ধারনের ক্ষেত্রে মহিলাদের কোন ভূমিকা থাকে না। কারন মাতা কেবলমাত্র এক প্রকার গ্যামেট(X ক্রোমোজোম যুক্ত) উৎপাদন করতে পারেন। পিতা দুই প্রকার গ্যামেট(X ও Y ক্রোমোজোম যুক্ত) উৎপাদনে সক্ষম। তাই X ও Y ক্রোমোজোম মাধ্যমে লিঙ্গ নির্ধারনের ক্ষেত্রে পিতার ক্রোমজোমের ভূমিকাই প্রধান।
পিতার ‘X’ ক্রোমোজোম নিষেকে অংশ নিলে সন্তান হবে স্ত্রীলিঙ্গের অর্থাৎ কন্যাসন্তান। এক্ষেত্রে সন্তানের যৌন ক্রোমোজোম হবে ‘XX’। এবং পিতার ‘Y’ ক্রোমোজোম যুক্ত শুক্রানু নিষেকে অংশ নিলে সন্তান পুংলিঙ্গ অর্থাৎ পুত্র সন্তান হবে। এক্ষেত্রে সন্তানের যৌন ক্রোমোজোম হবে ‘XY’।
মাতার ডিম্বানু ‘X’ ক্রোমোজোম যুক্ত বলে সন্তানের লিঙ্গ নির্ধারনে তাঁর ক্রোমোজোমগত নিষ্ক্রীয় হয়।