ইতিহাসের আয়নায় ০৩ আগস্ট
1460- স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমসের মৃত্যুবরণ করেন।

1492- স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়।
1856- অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী আলফ্রেড ডেকিনের জন্মগ্রহণ করেন।

1858- জন স্মীক কর্তৃক নীল নদের উত্স আবিষ্কার।
1882- ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল।
1914- তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি করে।
1914- পানামা খালের খালের উদ্বোধন হয়।

1960- আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে ও জাতিসঙ্ঘের সদস্যভুক্ত হয়।