Wednesday, September 11, 2024
দেশ

ওড়িশার কটকে সেতুর রেলিং ভেঙে মহানদীতে বাস, মৃত অন্তত ১২

কটক: ওড়িশার কটকে মহানদী সেতুর ওপর থেকে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের অন্যান্য যাত্রীরাও। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে।

পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাতে তালচের থেকে কটক যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারায়। মহানদী সেতুর ওপর একটি মোষ ছিল, তাকে বাঁচাতে গিয়েই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ব্রিজের সিমেন্টের রেলিং ভেঙে ৩০ফুট নিচে পড়ে যায় বাসটি। ঘটনায় ৩ জন মহিলা সহ ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার অনেক সময় পর উদ্ধারকাজ শুরু হয়। কারণ, রাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যে জায়গায় পড়েছিল সেখানে কোনও বসতি ছিল না। পরে দমকল কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। এবং আহতরা বিনা মূল্যে যাতে চিকিৎসা পান, সে বিষয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।