পুলওয়ামা হামলা: দুনিয়ার সামনে পাকিস্তানের মুখোশ টেনে খোলা হবে, বার্তা নয়াদিল্লির
নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলার পাঁচ দিন পর মুখ খোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রত্যাশিত ভাবেই দায় এড়ালেন, অভিযোগ ওড়ালেন এবং পাল্টা আঙুল তুললেন ভারতের দিকে। হুঁশিয়ারি দিয়ে বললেন, ভারত হামলা করলে প্রত্যাঘাত করবে পাকিস্তানও। দীর্ঘ ভাষণে একবারের জন্যও নিহতদের প্রতি শোকপ্রকাশ করতে দেখা যায়নি তাকে।
পাক প্রধানমন্ত্রী ইমরান খান আশ্বাস দেন, প্রমাণ দিলে তদন্ত করতে রাজি তারা। কিন্তু পাকিস্তানের উপরে আর ভরসা করছে না ভারত। বিদেশমন্ত্রক বিবৃতি জারি করে স্পষ্ট করেছে, বারবার প্রমাণ দেওয়া সত্ত্বেও এখনও ২৬/১১-র মূল চক্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ। পাঠানকোটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
পাকিস্তানে ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ইসলামাবাদ প্রমাণ চাইলে, ভারতের অবস্থান স্পষ্ট করে দিতে হবে। পাকিস্তানের মুখোশ টেনে খুলতে পুলওয়ামার ঘটনায় পাক যোগের সমস্ত প্রমাণ দুনিয়ার কাছে তুলে ধরবে ভারত সরকার। বিভিন্ন দেশের কাছে তা পাঠানো হবে। নয়াদিল্লি সাফ জানিয়েছে, পুলওয়ামা হামলায় যোগ রয়েছে পাকিস্তানি সেনা ও জইশ-এ-মহম্মদের মাসুদ আজাহারের। পাকিস্তানের নিরাপত্তায় সে দেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা।
নয়াদিল্লি জানিয়েছে, গোটা পৃথিবী জানে পাকিস্তান সন্ত্রাসের স্নায়ুতন্ত্র। অন্যদিকে ভারতের গণতন্ত্র গোটা দুনিয়ার কাছে নজির। এ সব বোঝার ক্ষমতা পাকিস্তানের নেই।