Saturday, July 27, 2024
রাজ্য​

বাংলায় তিনটি রথযাত্রা হবেই, মমতার ক্ষমতা থাকলে আটকাক: অমিত শাহ

নয়াদিল্লি: পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফল করায় ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিজেপির রথ আটকানোর মরিয়া চেষ্টা করছেন তিনি। তবে বিজেপি দমে যাওয়ার না। রাজ্যে তিনটি রথযাত্রা হবেই। উপস্থিত থাকবেন অমিত শাহ। দরকার হলে সুপ্রিম কোর্টে যাবে গেরুয়া শিবির। শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সঙ্গে তিনি জানিয়েছেন, আগামিকাল কলকাতায় আসছেন তিনি।

অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা হচ্ছে। গত পঞ্চায়েত নির্বাচনের খতিয়ান তুলে ধরেন অমিত শাহ বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন পেশ করতে দেয়নি তৃণমূল। যার ফলে আদালতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে  মনোনয়ন পত্র পেশ করার নির্দেশ দেয়। পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক সন্ত্রাসে বামেদেরও ছাড়িয়ে যায় তৃণমূল। মোট ৬৫ জন বিরোধী সমর্থক খুন হয়েছেন গোটা নির্বাচন প্রক্রিয়ায়।

পাশাপাশি পরিসংখ্যান তুলে ধরে বিজেপি সভাপতি বলেন, রাজনৈতিক হিংসায় পশ্চিমবঙ্গে প্রথম। প্রথম নারীপাচারে। শিক্ষার মান তলানিতে ঠেকেছে। শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের নামে তোলাবাজি করছেন তৃণমূল নেতারা। এরপরই অমিত শাহ বলেন, আদালতের অনুমতি নিয়ে রথযাত্রা বাংলায় হবেই। দরকার হলে সুপ্রিম কোর্টে যাব। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের জন্য তৈরি হয়ে রয়েছেন। রথ আটকে মমতা বন্দ্যোপাধ্যায় জনতাকে সামলাতে পারবেন না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি বলেও দাবি করেন অমিত শাহ।