৭ বছর ধরে পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসন চলছে: অমিত শাহ
নয়াদিল্লি: বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অভিযোগ, সাত বছর ধরে পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসন চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিজেপির উত্থান দেখে ভীত। অমিত শাহের অভিযোগ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক খুনে বাংলা এক নম্বরে।
বিজেপি সর্বভারতীয় সভাপতি প্রশ্ন করেন, পশ্চিমবঙ্গে খুন হওয়া তিন বিজেপি কর্মীর তদন্তের কী হল? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে বিজেপির কর্মকর্তারা থেমে থাকবে না। অমিত শাহ বলেন, বাংলায় তিনটি যাত্রা হবেই, আমিই উপস্থিত থাকব রথযাত্রা স্থগিত হয়েছে, বাতিল হয়নি। তিনি জানান আইনি লড়াইয়ের পথ থেকে সরে আসবে না বিজেপি রথযাত্রা হলে রাজ্যের পরিবর্তন হবে বলেও আশাবাদী অমিত শাহ।
৭ বছর ধরে পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসন চলছে : শ্রী @AmitShah #MamataFearsBJP
— BJP Bengal (@BJP4Bengal) 7 December 2018
প্রসঙ্গত, কোচবিহারে বিজেপির রথযাত্রা নিয়ে হাইকোর্টে করা বিজেপির আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। বিজেপি সূত্রে খবর, এদিন সকালে দিলীপ ঘোষের সঙ্গে ফোনে কথা বলেন অমিত শাহ। এরপরই অবস্থান বদল করে রাজ্য নেতৃত্ব।