Thursday, April 25, 2024
দেশ

বন্দে মাতরম নয়, গাইতে হবে জনগণমন, নির্দেশ বিএসপি নেত্রীর

লখনউ: ‘বন্দে মাতরম’ নয়, ‘জনগণমন’ গাওয়া উচিত প্রত্যেকের। বোর্ড মিটিং-এর আগে ও পরে গাইতে হবে বন্দে মাতরম, বিজেপির ওই নির্দেশের বিরুদ্ধে এবার এভাবেই মত প্রকাশ করলেন মীরাটের নয়া পুরপ্রধান তথা বিএসপি নেত্রী সুনীতা ভার্মা।

এর আগের মেয়র ছিলেন বিজেপি নেতা হরিকান্ত আলুওয়ালিয়া। মীরট মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে কোনও বৈঠকের আগে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক ঘোষণা করেছিলেন তিনি। এমনকি যেসব সদস্য ‘বন্দে মাতরম’ গাইতেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

কিন্তু, বিএসপি-র নব নির্বাচিত পুরপ্রধান সুনীতা ভার্মা ক্ষমতায় এসে গোটা বিষয়টি উল্টে দেন। তিনি বলেন, সবাইকে গাইতে হবে ‘জন গণ মন’, কোনও ‘বন্দে মাতরম’ নয়। বিজেপি তাঁর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।