Sunday, December 3, 2023
দেশ

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

কাঠমুণ্ডু: আবার ভূমিকম্পে কাপল নেপাল। রিখটার কম্পনের মাত্রা ছিল ৫। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে কেঁপে ওঠে কাঠমুণ্ডু সংলগ্ন এলাকা। ভূপৃষ্ঠের দশ কিলোমিটার অভ্যন্তরে কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে।

খবরে বলা হয়, এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, বুধবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের রাজধানী শহর দিল্লি। কেঁপে ওঠে উত্তরাখন্ড, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বেশ কয়েকটি অঞ্চল। রিখটার স্কেলে ওইদিনের কম্পনের তীব্রতা ছিল ৫.৫।

২০১৫ সালে ৭.৮ মাত্রার ভয়াবহ কম্পনে তছনছ হয়ে যায় নেপালের একাংশ। মারা যান ৯০০০ মানুষ। আহত হন প্রায় ২২০০০ জন। গত আট দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্পে ক্ষতি হয় ঐতিহাসিক স্থাপত্য, ঘরবাড়ির।