কেরলের এক বিশ্ববিদ্যালয়ে মিলল না সরস্বতী পুজো করার অনুমতি
তিরুবনন্তপুরম: সরস্বতী পুজো আয়োজনের অনুমতি দিল না কেরলের এক বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরা পুজো করতে চাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয় ধর্মনিরপেক্ষ, সেখানে পুজোর অনুমোদন দেওয়া যাবে না।
জানা গেছে, সরকারি মালিকানাধীন স্বশাসিত কোচিন ইউনিভার্সিটি অফ সায়ান্স অ্যান্ড টেকনোলজি – বিশ্ববিদ্যালয়ে গত বছরও আয়োজন করা হয় সরস্বতী পুজোর। এ বছরও ছাত্রছাত্রীরা হিন্দুদের বিদ্যার দেবীর আরাধনার অনুমতি চান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে।
This year Saraswati Puja has been declined in Cochin University, Kerala because of Secularism.
But Same college celebrated Christmas. What about Secularism in that case?
A student of the college himself has sent me this picture of notice: pic.twitter.com/itso9B6qnD
— Anshul Saxena (@AskAnshul) 6 February 2019
৯ থেকে ১১ ফেব্রুয়ারি সেই উপলক্ষে অনুষ্ঠানের জন্য অনুমতি চাওয়া হয়। তবে সেই অনুরোধ মানতে অস্বীকার করে চিঠি দিয়ে ভাইস চ্যান্সেলর জানিয়ে দিয়েছেন, বিশ্ববিদ্যালয় ধর্মনিরপেক্ষ তাই বিশ্ববিদ্যালয়ে কোনও ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব নয়।