Saturday, July 27, 2024
দেশ

মমতার ধর্নামঞ্চে বসা পাঁচ আইপিএসের বিরুদ্ধে পদক্ষেপের পথে কেন্দ্র

নয়াদিল্লি: মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থলে পাঁচ আইপিএসের হাজিরা নিয়ে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিতে বলল কেন্দ্র। ৪ ফেব্রুয়ারি যে সমস্ত পুলিশকর্মী মুখ্যমন্ত্রীর ধর্নাস্থলে উপস্থিত ছিলেন, ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী রাজ্যকে ৫ পুলিশ কর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আজই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজ্যকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

ওই পাঁচ জনের তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার, এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা, বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক বিনীত কুমার।

কেন্দ্রের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে হাজির ছিলেন এই পাঁচ আইপিএস আধিকারিক। সূত্রের খবর, রাজ্য ব্যবস্থা না নিলে এই পাঁচ আইপিএসের বিরুদ্ধে কেন্দ্র নিজেই কড়া পদক্ষেপের কথা ভাবছে। সেক্ষেত্রে তাঁদের চাকরি জীবনে পাওয়া সমস্ত পদক কেড়ে নেওয়া হতে পারে। সেন্ট্রাল ডেপুটেশন থেকে নাম বাদ যেতে পারে এই ৫ অফিসারের।