Tuesday, January 14, 2025
খেলা

কাশ্মীর সমস্যা শক্ত হাতে নিয়ন্ত্রণ করা দরকার: সৌরভ

কলকাতা: শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাতেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছিলেন তিনি। এবার কি আরও একধাপ এগিয়ে সৌরভ গাঙ্গুলি বললেন, পুরো কাশ্মীর সমস্যা কড়া হাতে মোকাবিলা করা দরকার। এত মানুষ বিনা কারণে মারা গেছে বা যাচ্ছে তা কখনই মেনে নেওয়া যায় না। সন্ত্রাসবাদ দমনের জন্য ব্যবস্থা নেওয়া দরকার।

ইডেন গার্ডেন্সে ক্রিকেট ক্লাবে ইমরানের খানের ছবি সরানো নিয়ে শনিবার সংবাদসংস্থা ANI-কে সৌরভ জানান, শীঘ্রই এই নিয়ে সিদ্ধান্ত নেব আমরা। অন্যদিকে সেই ছবি সরিয়ে দেওয়ার দাবিতে আজ বিক্ষোভ দেখাবে রাজ্য বিজেপি।

দেশের প্রাক্তন ক্রিকেটারদের মতো তিনিও পাকিস্তানের সঙ্গে খেলার মাঠের সম্পর্ক ছিন্ন করার পক্ষে মতপ্রকাশ করেছেন। দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় শুরু করা এখন সম্ভব নয় বলে মনে করেন তিনি। তবে পুরো বিষয়টি দেশের সরকারের উপর নির্ভর করছে বলে জানান সৌরভ।