লোকসভায় তৃণমূল ২০ পার করতে পারবে না: মুকুল রায়
আসানসোল: আসানসোলের পুরোনো ঘাগড়বুড়ি মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, আজ থেকে আমি লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করছি। এখান থেকে গতবারের বিজয়ী প্রার্থী হলেন বাবুল সুপ্রিয়।
মুকুলবাবু বলেন, আশা করি আগামীদিনে তিনি দলীয় প্রার্থী হবেন। তাই আমি সমগ্র জনতা পার্টির মঙ্গলকামনায় পুজো দিলাম। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির সমানে সমানে লড়াই হবে। তৃণমূল কংগ্রেস ২০-র উপরে যেতে পারবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৪২-এ ৪২ পাবে। এবিষয়ে মুকুল রায় বলেন, ওরা ২০টা ধরে রাখতে পারবে তো ?
মুকুলবাবু বলেন, দেশে এই মুহূর্তে অনেক মুর্দা। নরেন্দ্র মোদীর হাতে ভারতবর্ষ সুরক্ষিত। বিগত ৫ বছরে মোদির হাত ধরে ভারতবর্ষের অনেক উন্নতি হয়েছে। তাই মোদীকে সামনে রেখে এই লোকসভা নির্বাচন হবে।