মাদ্রাসায় এবার গীতা-রামায়ণ-মহাভারত পড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের
নয়াদিল্লি: অসমে সরকার পরিচালিত মাদ্রাসাগুলি বন্ধের পথে হাটতে চলেছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। যদিও সেসবে কান দিতে নারাজ কেন্দ্রীয় সরকার। এবার মাদ্রাসায় পৌরাণিক ও ধর্মীয় গ্রন্থ পড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এর আওতায় মাদ্রাসায় গীতা ও রামায়ণ পড়ানো হবে। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য পড়ানোর উদ্দেশ্যে প্রস্তাব বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (The National Institute of Open Schooling সংক্ষেপে NIOS) দেশের শতাধিক মাদ্রাসায় গীতা ও রামায়ণ, বেদ, সংস্কৃত পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, প্রায় ১০০টি মাদ্রাসায় এই ধর্মগ্রন্থগুলি পড়ানো হতে পারে। পরে আরও বাড়ানো হবে মাদ্রাসার সংখ্যা। জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী এগুলি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে। ‘ভারতীয় জননা পরম্পরা’ বা ভারতীয় শিক্ষার ঐতিহ্য বজায় রাখতেই এই প্রস্তাব বলে জানা গিয়েছে। তৃতীয়, পঞ্চম এবং অষ্টম শ্রেণির বইয়ে অন্তর্ভুক্ত করা হবে এই ধর্মগ্রন্থগুলি।
নতুন এই প্রস্তাব ঘোষণা করতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল বলেন, ভারত প্রাচীন ভাষা, বিজ্ঞান ও সংস্কৃতির ধারক ও বাহক। এই প্রাচীন ভাষা ও ঐতিহ্য বহন করে দেশ শিক্ষার শিখরে পৌঁছতে পারবে। নতুন এই প্রস্তাবে ছাত্রছাত্রীদের বিরাট উপকার হবে।
রমেশ পোখরিয়ালের দাবি, NIOS-এর নতুন এই প্রস্তাব মাদ্রাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় ঐতিহ্য বুঝতে সাহায্য করবে। NIOS-এর চেয়ারম্যান বলেন, প্রাথমিক ভাবে দেশের অন্তত ১০০টি মাদ্রাসায় এই নতুন পাঠক্রম চালু করা হবে। পরে সেটি বাড়িয়ে ৫০০ করা হবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

