Monday, November 17, 2025
রাজ্য​

নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে লড়বেন শুভেন্দু

নন্দীগ্রাম: রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে সকলের নজর এবার নন্দীগ্রামের দিকে। কেননা লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম একদা তাঁর বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীর মধ্যে। নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, একই সময়ে নন্দীগ্রামে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে এসে মমতার বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। অভিযোগ তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে অপমান করেছেন।

জানা গিয়েছে, শুক্রবার মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকতে পারেন স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধানরা। থাকতে পারেন মিঠুন চক্রবর্তীও।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি কোনও রাখঢাক না রেখেই মেরুকরণের রাজনীতিতে যাচ্ছেন। সরাসরি হিন্দুভোট দাবি করছে তাঁরা। তবে হিন্দুভোট টানতে পিছিয়ে নেই তৃণমূল শিবিরও।

মঙ্গলবার জানকীনাথ মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দেন তৃণমূল নেত্রী। মনোনয়ন জমা দেওযার পর আরও বেশ কয়েকটি মন্দিরে যেতে পারেন তিনি। রাণিচক, সোনাচূড়াতেও যেতে পারেন মমতা।  বৃহস্পতিবার সকালে শিব মন্দির হয়ে কলকাতা রওনা দেবেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।