Wednesday, September 11, 2024
দেশ

বিহারে লাইনচ্যুত সীমাচলম এক্সপ্রেসের ৯টি বগি, নিহত অন্তত ৭

পাটনা: রবিবার ভোরে বিহারের হাজিপুরের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে দিল্লি গামী সীমাঞ্চল এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার ভোর ভোর ৩:৫২ মিনিটে ১২৪৮৭ দিল্লিগামী সীমাচলম এক্সপ্রেসটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, গুরুতর আহত বহু যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল দ্রুত উদ্ধারকাজ শুরুর নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, ৯টি বগির মধ্যে ৩টি স্লিপার, ১টি এসি ও একটি সাধারণ কামরা। ইতিমধ্যেই শোনপুর ও বরাউনি থেকে চিকিত্‍সকের দু’টি দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন । শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ। রেল মন্ত্রী পীযুষ গোয়েল টুইট করে এ কথা জানিয়েছেন।

রেলের তরফে বেশ কিছু হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

হেল্পলাইন নম্বরগুলি হল:

১) ০৬১-৫৮২২-১৬৪৫,

২) ০৬২-২৪২৭-২২৩০,

৩) ০৬২-৭৯২৩-২২২২।