Saturday, July 27, 2024
দেশ

খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনআইএ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকাণ্ডের খুনের ঘটনায় তোলপাড় ভারত-কানাডার রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে চাপানউতোর শুরু হয়েছে। এর মধ্যেই এবার কড়া পদক্ষেপ নিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। 

এবার নিষিদ্ধ খালিস্তানি নেতাদের সঙ্গে যোগসূত্র রয়েছে এমন ব্যক্তিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ। পাঞ্জাবের নিষিদ্ধ খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ। 

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঞ্জাব থেকে পালিয়ে যাওয়া খালিস্তানি নেতাদের খোঁজে বৈঠকে বসেছিল NIA। বৈঠকেই নিষিদ্ধ নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই পান্নুনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আদালতে দ্বারস্থ হয় এনআইএ।

জানা গেছে, আদালতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর ধারা ৩৫(৫)-এর অধীনে সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।