এবার বাংলাদেশের টাঙ্গাইলে দুর্গা প্রতিমা ভাঙচুর করলো দুর্বৃত্তরা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুজোর মরসুম এগিয়ে আসছে আর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একের পর হামলার ঘটনা সামনে আসতে শুরু করেছে। ফরিদপুর, হবিগঞ্জের পর এবার টাঙ্গাইল। টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
টাঙ্গাইল উপজেলার আটিয়া ইউনিয়নের হিংগানগর কামান্না সরকারপাড়া মন্দিরে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
মন্দির কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য পরিমল দে বলেন, ‘আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মন্দিরে প্রতিমা নির্মাণ করা হচ্ছে। শনিবার সকালে দেখতে পাই মন্দিরের ভেতরে থাকা গণেশ, সরস্বতী অসুরসহ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। কে বা কারা রাতে এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
পুলিশ অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, ‘খবর পেয়ে আমরা শনিবার বিকেলে ওই মন্দির পরিদর্শন করেছি। তেমন বড় ঘটনা নয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’