মুর্শিদাবাদ কাণ্ডের তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন ঘিরে উত্তাল মুর্শিদাবাদে হিংসার ঘটনা ও প্রাণহানির তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সপ্তাহের মধ্যেই প্রতিনিধিদল মুর্শিদাবাদে পৌঁছবে।
তদন্তের আওতায় আসছে খুন, ভাঙচুর, বাড়িছাড়া এবং পুলিশের ভূমিকা
ওড়িশার মানবাধিকার সংগঠন ‘প্রকাশ কলিঙ্গ রাইটস ফোরাম’-এর অভিযোগের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের অতিরিক্ত রেজিস্ট্রার (আইন) ব্রিজবীর সিংহ এক চিঠিতে জানান, কমিশনের সদস্য প্রিয়ঙ্ক কানুনগোর নেতৃত্বাধীন বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে, মানবাধিকার সুরক্ষা আইন, ১৯৯৩-এর ১২ নম্বর ধারা অনুযায়ী প্রতিটি অভিযোগের তদন্ত করা হবে।
তদন্তের আওতায় আসছে—
দু’জন খুন-সহ মোট তিনটি মৃত্যু
বাড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর অনেকের গৃহত্যাগ ও নিরাপত্তাহীনতায় এলাকা ছাড়া হওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত অভিযোগ।
ঘুরে দেখা হবে ক্ষতিগ্রস্ত গ্রাম, শিবিরে গিয়ে অভিযোগ শোনা হতে পারে
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিনিধি দল সামশেরগঞ্জ, ধুলিয়ান এবং সুতি-র মতো হিংসাপ্রবণ এলাকাগুলিতে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
উল্লেখযোগ্যভাবে, হিংসার পরে গঙ্গা পার হয়ে বহু মানুষ মালদহের কালিয়াচক-৩ ও বৈষ্ণবনগরের অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। কমিশনের প্রতিনিধিরা সেখানেও গিয়ে নাগরিকদের বয়ান ও অভিযোগ রেকর্ড করতে পারেন।
প্রশাসনিক স্তরে তৎপরতা, দ্রুত প্রতিনিধি দল গঠনের নির্দেশ
চিঠিতে কমিশনের ডিরেক্টর জেনারেল (তদন্ত)-কে নির্দেশ দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব মুর্শিদাবাদে পাঠানোর জন্য প্রতিনিধি দল গঠন করতে। সূত্র জানাচ্ছে, প্রতিনিধি দলটি হিংসার ঘটনার স্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার, প্রশাসনের রিপোর্ট খতিয়ে দেখা এবং পুলিশি ভূমিকা বিশ্লেষণ করবে।