Wednesday, April 23, 2025
Latestরাজ্য​

মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার ২ অভিযুক্ত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। গত শুক্রবার সামশেরগঞ্জে বাবা ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় অবশেষে গ্রেপ্তার হল ২ অভিযুক্ত। রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার মঙ্গলবার এ কথা নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুই ভাই, একজন ধরা পড়ে বীরভূমে, অপরজন সুতি সীমান্তে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম কালু নাদাব ও দিলদার নাদাব। তারা সম্পর্কে ভাই এবং সামশেরগঞ্জ এলাকার বাসিন্দা। তদন্তে নেমেই পুলিশ স্থানীয় সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে বেশ কয়েকজনকে চিহ্নিত করে। এরপর সোমবার রাতভর চলে বিশেষ অভিযান।

বীরভূমে লুকিয়ে ছিল অভিযুক্ত 

মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, এক অভিযুক্ত বীরভূমে লুকিয়ে রয়েছে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তার জিজ্ঞাসাবাদে অপর অভিযুক্তের হদিশ মেলে, যাকে পরে সুতি এলাকার বাংলাদেশ সীমান্ত থেকে পাকড়াও করা হয়।

আদালতে তোলা হবে অভিযুক্তদের, পুলিশি হেফাজতের আবেদন

ধৃত দুই অভিযুক্তকে মঙ্গলবার আদালতে তোলা হবে এবং পুলিশের তরফে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তের স্বার্থে দুষ্কৃতীদের কাছ থেকে আরও তথ্য আদায়ের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিশেষ তদন্তকারী দল গঠন করে অভিযান

এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, “বাবা-ছেলে খুনের ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। রাতভর অভিযান চালিয়ে একজনকে বীরভূম থেকে এবং অন্যজনকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”