Wednesday, April 23, 2025
Latestদেশ

বস্তারে এনকাউন্টারে খতম ২ মাওবাদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছত্তিশগড়ে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল দুই মাওবাদী। ১৫ এপ্রিল, সোমবার সকালে বস্তার জেলার কিলাম-বারগুম এলাকার জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে মৃত্যু হয় ডিভিসিএম হালদার ও এসিএম রামে নামে দুই সক্রিয় মাওবাদীর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল, আরও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক।

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা রিজার্ভ গার্ড (DRG) এবং বস্তার ফাইটারদের যৌথ বাহিনী সোমবার কোন্ডাগাঁও ও নারায়ণপুর জেলার সীমানা সংলগ্ন কিলাম-বারগুম জঙ্গলে অভিযান চালায়। অভিযানের সময় মাওবাদীদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় দুই শীর্ষ মাওবাদী নেতা। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

এর আগে শনিবার, ১৩ এপ্রিল ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আরও একটি এনকাউন্টারে নিহত হয় তিন মাওবাদী। টানা অভিযান চালিয়ে মাওবাদী ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনায় এগোচ্ছে নিরাপত্তা বাহিনী।