Friday, April 26, 2024
FEATUREDআন্তর্জাতিক

ইজরায়েলের বিশেষ ফুলের নাম “মোদি”

এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইজ়রায়েল সফরে গেলেন। ইজরায়েলে পৌঁছতেই চমকপ্রদ অর্ভ্যথনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর জন্যে ৷ মোদিকে হিন্দিতে নেতানিয়াহু বলেন, ‘আপকা সোয়াগত হ্যায়, মেরে দোস্ত।’ প্রতিউত্তরে নরেন্দ্র মোদি হিব্রু ভাষায় বলেন, ‘শালোম, এখানে এসে আমি খুশি।’

এছাড়াও মোদির প্রথমবার ইজরায়েল সফরকে স্মরণীয় করে রাখতে সেদেশের “ক্রিসানথুমান” ফুলের নামকরণই করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। বেনগুরিয়ো বিমানবন্দর থেকে নেতানিয়াহুর সঙ্গে ফুলের ফার্ম ডানসিংগারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বৃহস্পতিবার দুপুরে শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে হাফিয়া যাবেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে ফিরে ইজরায়েলি বিভন্ন সংস্থার সিইও-দের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন নরেন্দ্র মোদি।

তারপরে সেদিনই ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ টার সময় জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জার্মানির উদ্দেশে রওনা দেবেন। জি-২০ সম্মেলনের সাথে সাথে তিনি যোগদান করবেন ব্রিকস সম্মেলনেও। সেখানে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে বৈঠক করবেন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং সাথে বৈঠকে দু’দেশের মধ্যে সার্বিক সম্পর্কের উন্নতি ঘটবে বলে আশা করছেন কূটনীতিকরা।