Saturday, April 20, 2024
দেশ

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বাদুড়িয়া

বাদুড়িয়া, ৪ জুলাই: স্থানীয় সূত্রে অভিযোগ, বাদুড়িয়ার রুদ্রপুরের এক যুবক নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করে। যা একটি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করে। ক্রমেই ছড়িয়ে পড়ে সেই ছবি। তাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। অভিযুক্ত যুবককে গ্রেফতার হলেও থামেনি ধ্বংসযজ্ঞ। ভোরবেলা থেকে কেওশা বাজারে শুরু হয় অবরোধ৷ কেওশা বাজার এলাকা ছাড়াও চাতরা, রামচন্দ্রপুর, তেঁতুলিয়া এবং মসলন্দপুরেও রাস্তা অবরোধ করা হয়৷ দোকানপাট, গাড়ি ভাঙচুরের অভি‌যোগ উঠেছে৷ বেশ কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে৷ রাস্তায় রাস্তায় পোড়ানো হয় টায়ার। এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা ব্যহত হয়ে পড়ে। আটকে পড়ে বহু গাড়ি।  উত্তেজিত জনতা পুলিশের তিনটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে বিকেলের দিকে উত্তেজনা ছড়ায় বসিরহাটে। বসিরহাট এলাকায় বিভন্ন স্থানে দফায় দফায় শুরু হয় রাস্তা অবরোধ টায়ার পোড়ানো। পণ্ড হয়ে যায় উল্টো রথের যাত্রা। রথ লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে পুলিশ। বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি, স্থানীয় হিন্দুদের নিরাপত্তার জন্য অবিলম্বে বাদুড়িয়ায় সেনা মোতায়েন করার।