Saturday, April 20, 2024
দেশ

আগামী মাসেই বাজারে আসছে 200 টাকার নোট

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার জানিয়েছেন, আগস্ট মাসেই বাজারে আসছে 200 টাকার নোট। ব্যাঙ্ক অথবা ATM এ পাওয়া যাবে 200 টাকার নোট। নতুন এই নোট উন্নত নিরাপত্তা বৈশিষ্ঠ্য সম্পন্ন হবে। জাল নোটের প্রসার রুখতে ও লেনদেনের সুবিধার্থে এই উদ্যোগ সরকারের।

মি. গাঙ্গোয়ার আরও জানান, ভবিষ্যতেও যাতে কালো টাকার প্রসার না ঘটতে পারে সেজন্যে সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহন করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, 200 টাকার এই নোট ছাপানোর জন্যে জুন মাস থেকেই মহীষুরে কাগজ মজুদ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, 200 টাকার এই নোট বাজারে আসলে লেনদেন ব্যবস্থা অনেকটাই সুবিধা হবে।

উল্লেখ্য গত 8 নভেম্বর কালো টাকার কারবার রুখতে 500 ও 1000 টাকার নোট বাতিল করা হয়েছিল। এরপরে 2000 টাকার নোট চালু করা হয়। সূত্রের খবর, নতুন করে আর 2000 টাকার নোট ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক। তবে বাজারে এখন যে 2000 টাকার নোট চলছে, সেগুলিও বৈধ থাকবে।