Saturday, April 20, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 29 জুলাই

আজ বিশ্ব বাঘ দিবস।

1883- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইতালির সর্বাধিনায়ক বেনিতো মুসোলিনী জন্মগ্রহণ করেন।

1891- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরন করেন।

1957- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) গঠিত।

1958- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা(NASA) প্রতিষ্ঠিত।

1959- বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত জন্মগ্রহণ করেন।

1981- ব্রিটিশ যুবরাজ চার্লস ও প্রিন্সেস ডায়ানার রাজকীয় বিবাহ সম্পন্ন।

1987- প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।