Thursday, April 25, 2024
দেশ

জাকির নায়েককে পলাতক ঘোঘণা করে, তার সম্পতি বাজেয়াপ্তের নির্দেশ আদালতের

মুম্বাই, ২৮ জুলাই: বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে পলাতক ঘোষণা করে এনআইএর একটি আদালত। সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন তাঁর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার।

গত ১৫ জুন জাকির নায়েক পরিচালিত ইসলামিক ইন্টার ন্যাশনাল স্কুলকে বেআইনি বলে ঘোষণা করেছিল মুম্বাই পুরসভা। এরপরে গত ১৯ জুলাই তাঁর পাসপোর্ট বাতিল করেছিল বিদেশ মন্ত্রক।

সম্প্রতি জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে কেন্দ্র।

বাংলাদেশের রাজধানী ঢাকায় গুলশন হামলায় জড়িত কর্মকান্ডের কিছু সদস্যরা জাকির নায়েকের ভাষণ শুনে অনুপ্রানিত হয় বলে জানায় তদন্তকারীরা। এরপরেই বাংলাদেশে তাঁর পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

সম্প্রতি কেরল থেকে ১৭ জন যুবক আইএসে যোগদান করে। যাদের মধ্যে একটি পরিবারের দুই ভাই ও তাদের স্ত্রীরা রয়েছে। ওই দুই ছেলের পিতার অভিযোগ, তার ছেলেরা জাকির নায়েকের সাথে দেখা করার পরে আইএস-এ যোগদানের জন্যে সিরিয়া যায়।

জাকির নায়েকের বিরুদ্ধে প্রধান অভিযোগ ধর্ম প্রচারের নামে মধ্যপ্রাচ্য থেকে অর্থ সংগ্রহ করে জঙ্গীদের সরবরাহ করত তাঁর ইসলামি রির্সার্চ ফাউন্ডেশন(আইআরএফ)।

উল্লেখ্য বর্তমানে জাকির নায়েক সৌদি আরবে রয়েছেন। দেশে ফিরতেই গ্রেফতারির শঙ্কায়  ফিরছেন না।