Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

নেপালে নিষিদ্ধ টিকটক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের পর এবার নেপাল। ঘৃণা ভাষণ ছড়ানোর অভিযোগে চিনা শর্ট ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করলো নেপাল। সোমবার নেপালের মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নেপাল সরকারের অভিযোগ, টিকটক ঘৃণা ভাষণ ছড়াচ্ছে। ঘৃণা ভাষণে উৎসাহিত করছে। সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ছে। যা রুখতে টিকটক নেপালে টিকটক নিষিদ্ধ করলো সেদেশের সরকার।

নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা এ প্রসঙ্গে বলেছেন, “শ্রীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।” 

প্রসঙ্গত, ২০২০ সালে ভারতে টিকটক নিষিদ্ধ করা হয়েছিল।